মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের মানুষের

আল আমিন প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী , ২০২৪ ১২:১০ আপডেট: ২২ ফেব্রুয়ারী , ২০২৪ ১২:১০ পিএম
মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের মানুষের
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।বুধবার প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।বুধবার প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ।

তার পরপরই মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মুহাম্মদ ফয়সাল বিপ্লব, পুলিশ সুপার আসলাম খান,জেলা আওয়ামী লীগ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন,সদর উপজেলা,মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের নারী,শিশু ও পুরুষরা।  

২১ এর প্রথম প্রহরে জেলার শ্রীনগরে কেন্দ্রীয় শহীদ মিনারে 'বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন'এর পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্বা নিবেদন করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.তরিকুল ইসলাম মাহবুব, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান জীবন, প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমনসহ আরো অনেকই। তবে এবারের ভাষা দিবসে শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। শিশুদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশাপাশি ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।

এই বিভাগের আরোও খবর

Logo