মার প্রতি ভালোবাসার মর্যাদায় গোরস্থান ও মসজিদের জন্য জমি দান করলেন মোঃ জাহাঙ্গীর সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ এপ্রিল , ২০২৫ ১২:১৫ আপডেট: ২৪ এপ্রিল , ২০২৫ ১২:১৫ পিএম
মার প্রতি ভালোবাসার মর্যাদায় গোরস্থান ও মসজিদের জন্য জমি দান করলেন মোঃ জাহাঙ্গীর সরকার
নারীর মর্যাদা রক্ষায় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জাহাঙ্গীর সরকার

নারীর মর্যাদা রক্ষায় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জাহাঙ্গীর সরকার। হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর মৌজায় তিনি নারীদের জন্য পৃথক গোরস্থান ও মসজিদ নির্মাণে ২.৫০ শতাংশ জমি দান করেছেন। এ জমির বর্তমান মালিক রেহেনা আক্তার, যার নামে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি জমিটি দলিলভুক্ত করা হয়। তবে এই মহৎ উদ্যোগের মূল পরিকল্পনাকারী হলেন হোটেল নিরালা আবাসিক ও রেস্টুরেন্টের মালিক জাহাঙ্গীর সরকার। স্থানীয়ভাবে পরিচিত স্থানটি পুরানপাড়া ব্রিজ পার হয়ে পরবর্তী ব্রিজের বাঁ দিকে কিংবা আমিরগঞ্জ মোড় থেকে ডানে গেলেই দেখা যাবে ভবিষ্যৎ মহিলা গোরস্থান ও মহিলা মাদ্রাসার নির্ধারিত জায়গা। এই উদ্যোগ শুধু জমি দান নয়— এটি নারী সম্মান, সামাজিক দায়িত্ববোধ এবং ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন। সমাজের অনেকে মনে করছেন, এ দৃষ্টান্ত নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় একটি উদ্দীপনামূলক বার্তা হয়ে থাকবে। ইসলামে ‘মা’ শুধু একটি সম্পর্ক নয়, বরং জান্নাতের চাবিকাঠি। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।” হাদিসে বর্ণিত হজরত আলকামার ঘটনার মাধ্যমে বোঝা যায়, মায়ের অধিকার আদায়ে অবহেলা করলে জান্নাত লাভও কঠিন হয়ে পড়ে। এই মানবিক উদ্যোগে সমাজকে জানানো হয়েছে এক অসাধারণ বার্তা— “নারীর মর্যাদা শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়।” আসুন, আমরা সবাই এ মহতী কাজে অনুপ্রাণিত হই এবং মা ও নারীর প্রতি দায়িত্ববোধে আরও সচেতন হই।

এই বিভাগের আরোও খবর

Logo