মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

মোঃ মুছাব্বির হোসাইন সাগর প্রকাশিত: ৫ জুলাই , ২০২৫ ১৫:৪৬ আপডেট: ৫ জুলাই , ২০২৫ ১৫:৪৬ পিএম
মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার  বিকল্প নেই
মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ইবাদুল হক রুবায়েদ

খুলনা জেলার ডুমুরিয়া থানায় তরুণ সমাজকে মাদক, মোবাইল ও ইন্টারনেটের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে একটি মেধাভিত্তিক, স্বাস্থ্যবান ও সচেতন প্রজন্ম গড়ে তুলতেই আয়োজন করা হয় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ। খুলনা-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এবং খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদের সার্বিক সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার ০৪ নং খর্ণিয়া ইউনিয়নের খর্ণিয়া মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
তরুণদের সঙ্গে মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন  ইবাদুল হক রুবায়েদ নিজেই এবং চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে ১টি গোলও করেন। প্রিয় নেতার সঙ্গে মাঠে খেলার সুযোগ পেয়ে স্থানীয় তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের আগামীর এমপি সাহেব সাধারণ মানুষের সঙ্গে মাঠে খেলছেন, এটি দেখে আমরা অভিভূত। উনি সত্যিকার অর্থেই তৃণমূলের নেতা।”উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন— খুলনা জেলা বিএনপির সদস্য ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শেখ মশিউর রহমান লিটন , এফএম গোলাম সারোয়ার, আব্দুল মজিদ জোয়ারদার, প্রভাষক মঞ্জুর রশিদ, সন্দীপ চট্টোপাধ্যায়, শেখ শামীম আহমেদ, শেখ ফরিদুল ইসলাম, সরদার বিল্লাল হোসেন, মোহাম্মদ ইমরান হোসেন, মো. জাকির হোসেন, মুজাহিদ ইসলাম, মাস্টার আইয়ুব আহমেদ, গাজী শাহেদুজ্জামান বাবু, খোকন তালুকদার, মাস্টার নজরুল ইসলাম, এম. আমিনুল ইসলাম আকুঞ্জি, ইব্রাহিম খান টুটুল, মমতাজ উদ্দিন, নুরুজ্জামান, আমিনুল ইসলাম, খান আরিফ, শামিম আক্তার রুমন, খান শুয়াইব আহমেদ, এনামুল হক মল্লিক, আলমগীর, সেলিম, ওসমান, খালিদ ওয়ালিদ, অনিক আহমেদ, তৌহিদুর রহমান, মাহফুজুর রহমান, ফয়সাল চৌধুরী, আবরার হোসেন সৈকত, সোহান‌ আহম্মেদ প্রমুখ।
এই প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ও দর্শকদের মিলিত উপস্থিতি প্রমাণ করে—খেলাধুলা হতে পারে ইতিবাচক সামাজিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার।

এই বিভাগের আরোও খবর

Logo