রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মার্চ , ২০২৫ ১২:০০ আপডেট: ২০ মার্চ , ২০২৫ ১২:০০ পিএম
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হা"ম"লা"র ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হা"ম"লা"র ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মিরাজ খান (৩৫), সাধারণ সম্পাদক, পাচুরিয়া ইউনিয়ন যুবলীগ। তাকে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়েছে।  
গত ৫ আগস্ট ২০২৪ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ একত্রিত হন। এ সময় গ্রেফতারকৃত মিরাজ খানসহ অন্যান্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে, যার ফলে এতে আনেক শিক্ষার্থী ও সাধারণ জনগণ আহত হয়
আহতদের মধ্যে রয়েছেন: জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন  
এছাড়াও আরও অনেকে গু"লি"বি"দ্ধ ও আহত হন।  
ঘটনার পর মোঃ জিসান হোসাইন খান (২১), পিতা- মোঃ তারেখ খান, সাং- খানখানাপুর (বেপারীপাড়া), রাজবাড়ী সদর বাদী হয়ে ১৪ জন এজাহারনামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেন।  
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এফআইআর নং:১,তারিখ:০২ সেপ্টেম্বর ২০২৪ জি আর নং:৩৩৪, তারিখ:০২ সেপ্টেম্বর ২০২৪ সময়:২০:৩০ ঘটিকা  
ধারা: ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬ (The Penal Code, 1860) ৩/৬ (The Explosive Substances Act, 1908)
পুলিশের তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ মার্চ ২০২৫ সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) এনায়েত শিকদার ও তার সঙ্গীয় ফোর্স পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া এলাকা থেকে মিরাজ খানকে গ্রেফতার করে।  
রাজবাড়ী সদর থানার ওসি জানিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ মামলার অন্যান্য অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo