শ্রীবরদী পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি বিপন চন্দ্র বিশ্বাস

জোবায়ের সোহাগ প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৫ ১৩:৫৮ আপডেট: ১৭ মার্চ , ২০২৫ ১৩:৫৮ পিএম
শ্রীবরদী পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি  বিপন চন্দ্র বিশ্বাস

শেরপুরের শ্রীবরদী পৌরসভা পরিদর্শনকালে সরকারি উন্নয়ন প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়ন, কাঙ্ক্ষিত  নাগরিক সেবা প্রদান সহ সকল ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার  নির্দেশনা প্রদান করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপন চন্দ্র বিশ্বাস।  ১৬ ই মার্চ রবিবার শ্রীবরদী পৌরসভা পরিদর্শনে এসে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এ আহব্বান জানান।  পরে তিনি নির্মিতব্য শ্রীবরদী স্টেডিয়াম পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান দেখে সন্তষ্ঠি প্রকাশ করেন এবং ভবিষ্যতকরণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মো মশিউর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ননী গোপাল মন্ডল,  উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল,  পৌরসভার কর নির্ধারক ইসমাইল হোসেন, প্রধান অফিস সহকারী গোলাম রব্বানী হেবুল, বাজার পরিদর্শক ফিরোজ মিয়া, সার্ভেয়ার বেলাল, হিসাবরক্ষক তারেক হাসান সহ পৌরসভার দায়িত্ব রত স্টাফরা উপস্থিত ছিলেন। পরে ডিডিএলজি বিপন চন্দ্র বিশ্বাস  উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ, খড়িয়াকাজির চর ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন ও উপজেলার বিভিন্ন প্রকল্পে স্থানীয় জনসাধারণকে নিয়ে জনসংযোগ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo