ভোলা- চরফ্যাশন হাইওয়েতে বেপরোয়া সিএনজি চলাচল।

মোঃ জাহিদ হাসান প্রকাশিত: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৪:২২ আপডেট: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৪:২২ পিএম
ভোলা- চরফ্যাশন হাইওয়েতে বেপরোয়া সিএনজি চলাচল।
ভোলা বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলা।জেলার উত্তর হতে দক্ষিনে প্রায় ১২০ কিলোমিটার হাইওয়ে।প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই হাইওয়ে।

ভোলা বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলা।জেলার উত্তর হতে দক্ষিনে প্রায় ১২০ কিলোমিটার হাইওয়ে।প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই হাইওয়ে। প্রতিদিন চরফ্যাশন হতে ভেদুরিয়া এবং ইলিশা যাতায়াতের ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য মানুষ বেছে নেয় সিএনজি। কিন্তু মহাসড়কের এই রাস্তাটি ভালো হওয়ার কারনে সিএনজি গুলোর গতি থাকে অনেক বেশি।আবার অটোরিকশার বাড়তি ঝামেলা তো আছেই।প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। যদি এখনই লাগাম টেনে ধরা যায় তাহলে প্রানহানির সংখ্যা আরও বাড়তে পারে।সিএনজি ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির গতি নিয়ন্ত্রণ, অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ ও ট্রাফিক বিভাগের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে দূর্ঘটনা ও প্রানহানি রোধ করা যাবে। 

এই বিভাগের আরোও খবর

Logo