ভোলায় বিপুল পরিমাণে অস্ত্রসহ ও হাত বোমাসহ ৬ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রবিবার রাত ১টা ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার শিবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের আটক করে।
ভোলায় বিপুল পরিমাণে অস্ত্রসহ ও হাত বোমাসহ ৬ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রবিবার রাত ১টা ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার শিবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের আটক করে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কোস্টগার্ড একটি বিশেষ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, হাতবোমা ও মাদকসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা, ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীরা হলেন মোঃ মফিজুল হক মজ (৬২), মোঃ শাকিল (২৬), মোঃ মোবারক (৩৮), মোঃ ইব্রাহিম (২৫), মোঃ মামুন (৩২), মোঃ সিকান্দার (৬৪)। রোববার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ বলেন, বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরুপ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। তাদের বিরুদ্ধে জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আটকৃত সন্ত্রাসী এবং জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ জানান, কোস্টগার্ড দক্ষিণ জোন থেকে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন।