ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ এপ্রিল , ২০২৫ ১৩:৩৪ আপডেট: ১০ এপ্রিল , ২০২৫ ১৩:৩৪ পিএম
ভারতে পাচারের শিকার ৬  বাংলাদেশি নারীকে ৫ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত
ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৬  বাংলাদেশি নারীকে ৫ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ। বুধবার  (৯ এপ্রিল ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা নারীরা হলেন, আনজু খাতুন,রাশিদা বেগম,ইয়াসমিন খাতুন,রজিনা পারভিন, তাছলিমা খাতুন,শারমিন আক্তার,যশোর ও মাগুরা  বিভিন্ন জেলায়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে জাস্টিন এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহন করবে।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিন এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা কাজবুজি জিআইসি সেল্টারহোম নামে একটি সংস্থা তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।


এই বিভাগের আরোও খবর

Logo