ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ৭ জেলেকে ফিরিয়ে আনতে কাজ করছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৫ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৫ এএম
ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ৭ জেলেকে ফিরিয়ে আনতে কাজ করছে এনসিপি

জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে মানচিত্রের সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ ছয় মাস ধরে দেশটির কারাগারে বন্দি রয়েছেন কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুরের সাত জেলে। এসব বন্দি জেলেদের ফেরাতে নিরুপায় জেলে পরিবারগুলোর নির্ঘুম রাত কাটছে। স্থানীয় প্রশাসন থেকে এ ব্যাপার পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হলেও কোন সুফল মেলেনি। এবার সেই বন্দি জেলেদের ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চতর যোগাযোগ করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার সন্তান কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ গত রবিবার (২৭ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব বরাবরে সশরীরে একটি লিখিত আবেদন পেশ করেন। এছাড়াও এ বিষয়ে সার্বিক ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথীর সাথে একটি ফলপ্রসু বৈঠক করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা, কুড়িগ্রাম জেলা সংগঠক গোলাম রসুল রনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুদ্দোহা শাকিল। এ ব্যাপারে কথা হলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ৭ জেলেকে ফিরিয়ে আনতে আমরা প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সাথে একটি ফলপ্রসু আলোচনা করেছি। তিনি আমাদেরকে দ্রুত স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন । জানা যায়, গত ৪ নভেম্বর পথ ভুলে ভারতীয় জলসীমায় মাছ ধরতে গেলে ৭ জেলেকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে আটকের পর পরিবারের কাছে তারা ছিল একেবারে নিখোঁজ। সম্প্রতি ভারতের আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় থানা এলাকার এক বাসিন্দার মাধ্যমে গোপনে পাঠানো চিঠিতে তাদের সন্ধান মেলে। আটক জেলেরা হলেন, চিলমারী উপজেলার হরিণের বন্দ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (৩৫), রমনা ব্যাপারী পাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৪৫), শামছুল হকের ছেলে মীর জাহান আলী (৪৫), মৃত এছাহক আলীর ছেলে বকুল মিয়া (৩২), পকের আলীর ছেলে আমির আলী (৩৫), রাজিবপুর উপজেলার বালিয়ামারী ব্যাপারী পাড়ার জরিপ উদ্দিনের ছেলে আঙ্গুর হোসেন (২০) ও রৌমারী উপজেলার যাদুর চর বকবান্ধা এলাকার ছলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৬০)।#


এই বিভাগের আরোও খবর

Logo