মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে প্রচারে বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী এস এম মাহতাব উদ্দিন কল্লোল।রবিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে প্রচারে বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী এস এম মাহতাব উদ্দিন কল্লোল।রবিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের প্ররোচনায় প্রচার প্রচারণায় বাধা,হুমকি ধমকি দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করে ভোট কাস্টিং কমানোর অভিযোগ করেন। নিরপেক্ষ প্রশাসনিক আচরণের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী এস এম মাহতাব উদ্দিন কল্লোল, মাহতাব উদ্দিন কল্লোল আরও বলেন,নির্বাচনি প্রচার শুরুর আগ থেকেই আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সহধর্মিণী চৌধুরী ফাহরিয়া আফরিনের কর্মী সমর্থকরা আমার নেতাকর্মীদের উপর হামলা,হুমকি ধামকি দিয়ে চলেছেন।নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর এই নিপীড়নের মাত্রা আরও বেড়েছে।সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার বেশ কয়েকজন নারী পুরুষ উপস্থিত ছিলেন।