ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ আব্দুল মতিন সায়েদি প্রকাশিত: ১১ জানুয়ারী , ২০২৪ ১৭:৩৩ আপডেট: ১১ জানুয়ারী , ২০২৪ ১৭:৩৩ পিএম
ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের “ক্রিস্টমাস বাউন্স ব্যাক প্রোগ্রামের” আওতায় শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার শহরের গোবিনগরস্থ সেন্ট মাদার তেরেজা স্কুল মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের “ক্রিস্টমাস বাউন্স ব্যাক প্রোগ্রামের” আওতায় শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার শহরের গোবিনগরস্থ সেন্ট মাদার তেরেজা স্কুল মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।



“বাল্য বিবাহকে না বলুন ও শিশুর সুরক্ষা নিশ্চিত করুন” এই শ্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি ঠাকুরগাঁও ক্যাথলিক চার্জের ইনচার্জ ফাদার প্রদীপ মারান্ডি, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার নারী-শিশু ও প্রতিবন্ধী ডেস্কের ইনচার্জ এসআই পারভীন আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্যাথলিক চার্জের সিস্টার স্বপ্না গমেজ, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, চাইল্ড প্রটেকশন অফিসার ম্যানুয়েল বৈদ্য প্রমুখ।


অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় দেড় শতাধিক শিশুকে বিনামুল্যে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করেন অতিথিবৃন্দ। পর্যায়ক্রমে সংস্থার কর্ম এলাকায় মোট ৩ হাজার ৭৭৫ জন সুবিধাভোগী শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা।

এই বিভাগের আরোও খবর

Logo