রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন - বিএনপি'র জাতীয় স্হায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১১ অক্টোবর , ২০২৩ ০৯:১৩ আপডেট: ১১ অক্টোবর , ২০২৩ ০৯:১৩ এএম
রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন - বিএনপি'র জাতীয় স্হায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সিনিয়র সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুরুল আনোয়ার, চন্দনাইশ পৌরসভা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম সহ ২৬ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৭০/৮০ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে গত ৮ই অক্টোবর ২০২৩ ইংরেজীতে চন্দনাইশ থানায় রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন - বিএনপি'র জাতীয় স্হায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সিনিয়র সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুরুল আনোয়ার, চন্দনাইশ পৌরসভা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম সহ ২৬ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৭০/৮০ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে গত ৮ই অক্টোবর ২০২৩ ইংরেজীতে চন্দনাইশ থানায় রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন - বিএনপি'র জাতীয় স্হায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম। 

আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৫ই অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় বিএনপি'র রোডমার্চ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে আগত কক্সবাজার জেলা, বান্দরবান জেলা, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিএনপি নেতাকর্মীদের গাড়ী বহর চন্দনাইশ কলেজ গেইট অতিক্রমকালে চন্দনাইশ উপজেলার আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা করে প্রায়ই ১৫/২০ জন বিএনপি নেতাকর্মীকে গুরুতর আহত করে এবং বিএনপি নেতাকর্মীদের বহন করা ৭/৮ টি মাইক্রোবাস, হাইচ এবং প্রাইভেট কার ভাংচুর করে যথেষ্ট ক্ষতিসাধন করে। অথচ স্হানীয় প্রশাসন এই ধরনের সন্ত্রাসীমূলক ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টিকারী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্হা না নিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একজন আওয়ামীলীগ কর্মীকে বাদী সাজিয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। ক্ষমতাসীন দল এতোটাই বেপরোয়া হয়ে নিজেদের অতি ক্ষমতাধর মনে করছে যে, তারা রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত্ব করতে উঠে পড়ে লেগেছে।

শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আইন - আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনি প্রভাব বিস্তারে মেতে উঠেছে সরকার। অবৈধ আওয়ামীলীগ সরকার এখন দেশব্যাপী পাইকারী হারে গ্রেফতার ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করে ক্ষমতার দাপট দেখাচ্ছে। দেশ উচ্ছন্নে যাক, কিন্তু বিরোধীদলকে নানাভাবে নানা কায়দায় দমন করে ক্ষমতার সিংহাসন ঠিকিয়ে রাখায় এখন সরকারের নিকট খুবই জরুরি হয়ে পড়েছে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্রমাগত ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই জুলুম - উৎপীড়ণের পন্থা অবলম্বন করে একের পর এক গনবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু আওয়ামী দুঃশাসন যতই নির্দয়ই হোক দেশের স্বাধীনতাকামী সাহসী জনগণ এখন ঐক্যবদ্ধ এবং যে কোন ষড়যন্ত্র রুখে দিতে জনগণ দৃঢ় প্রতিজ্ঞ । গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণরত বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা এবং গ্রেফতার করে তাদের সংগ্রামী চেতনাকে স্তব্ধ করা যাবে না। বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের পতন খুবই সন্নিকটে। নেতৃবৃন্দ অবিলম্বে উল্লেখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানান।

এই বিভাগের আরোও খবর

Logo