বৃহস্পতিবার রাত ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলছে বিক্ষুপ্ত ছাত্র জনতা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলছে বিক্ষুপ্ত ছাত্র জনতা। এর আগে রাত পোনে ৯টায় নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র-জনতা 'দিল্লি না ঢাকা' 'ঢাকা-ঢাকা' 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর অফিসের কাগজপত্র মুক্ত মঞ্চের সামনে এনে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। সর্বশেষ জাতীয় পার্টি অফিসেও হামলা-ভাংচুর ছাত্র-জনতা। রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের সাতমাথায় অবস্থান করে আছে ছাত্র-জনতা।