'সহযোগিতা ও সৌহার্দ দিবস'

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:০৫ আপডেট: ১৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:০৫ এএম
'সহযোগিতা ও সৌহার্দ দিবস'

১৪ই ফেব্রুয়ারী 'সহযোগিতা ও সৌহার্দ দিবস' ছিল স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ উদ্যোগ, যেদিন আমাদের দৈনন্দিন জীবনের সহায়ক সকল মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন । এই দিবস পরিকল্পনায় সংস্করণ ফাউন্ডেশন এবং সম্পূর্ণ প্রোগ্রাম আয়োজন ও বাস্তবায়নে বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের স্বেচ্ছাসেবকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । 


রিকশাচালক, ফেরিওয়ালা, গৃহকর্মী, শিক্ষক, ডাক্তার—বিভিন্ন পেশায় নিয়োজিত সকল মানুষের প্রতি, যারা প্রতিদিন আমাদের জীবনকে সহজতর ও সুন্দর করে তুলেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে, সৌজন্য উপহার হিসেবে ফুল প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের এই ছোট্ট উপহারটি তাদের অবিরাম সহযোগিতার প্রতি ধন্যবাদ জানানোর একটি ক্ষুদ্র কিন্তু গভীর প্রকাশ। '১৪ই ফেব্রুয়ারি' শুধুমাত্র এই দিনটি যেন শুধুমাত্র এক গোষ্ঠী মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের দিন না হয়ে, বরং দিনটি যেন আমাদের সমাজের প্রতিটি মানুষের প্রতি সহযোগিতা ও ভালোবাসা প্রকাশের ধারাবাহিকতার উদাহরণ হয়ে ওঠে । 
 
'সহযোগিতা ও সৌহার্দ দিবস'
অনুধাবন ও উদযাপন করুন, ভালোবাসা ও সহযোগিতার শক্তিকে!

এই বিভাগের আরোও খবর

Logo