রাইস মিলের চুরি যাওয়া ৬৬ টন চাল ও দুইটি ট্রাক উদ্ধার হলেও এখনো বাঁকি দুইটি ট্রাকের সন্ধান পায়নি পুলিশ

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ১৫ জানুয়ারী , ২০২৪ ১১:০৬ আপডেট: ১৫ জানুয়ারী , ২০২৪ ১১:০৬ এএম
রাইস মিলের চুরি যাওয়া ৬৬ টন চাল ও দুইটি ট্রাক উদ্ধার হলেও এখনো বাঁকি দুইটি ট্রাকের সন্ধান পায়নি পুলিশ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে তিন অটোমেটিক রাইস মিলের চুরি যাওয়া ৬৬ টন চাল ও দুইটি ট্রাক উদ্ধার হলেও এখনো বাঁকি দুইটি ট্রাকের সন্ধান পায়নি পুলিশ। এদিকে নওগাঁর যে মিল থেকে চুরি যাওয়া চাল উদ্ধার করা হয়েছিল সেই মিল থেকে রবিবার রাতে আরোও ৩০৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তবে এসব চুরির ঘটনার মূল হোতা উপজেলার নসরতপুর পশ্চিমপাড়ার আনিছুর রহমান আনিসের বিরুদ্ধে মামলা দায়েরের তিন দিন অতিবাহিত হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে তিন অটোমেটিক রাইস মিলের চুরি যাওয়া ৬৬ টন চাল ও দুইটি ট্রাক উদ্ধার হলেও এখনো বাঁকি দুইটি ট্রাকের সন্ধান পায়নি পুলিশ। এদিকে নওগাঁর যে মিল থেকে চুরি যাওয়া চাল উদ্ধার করা হয়েছিল সেই মিল থেকে রবিবার রাতে আরোও ৩০৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তবে এসব চুরির ঘটনার মূল হোতা উপজেলার নসরতপুর পশ্চিমপাড়ার আনিছুর রহমান আনিসের বিরুদ্ধে মামলা দায়েরের তিন দিন অতিবাহিত হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খোঁজ নিয়ে জানাগেছে, গত ৮ জানুয়ারী উপজেলার সান্তাহার কলাবাগান এলাকা থেকে মেসার্স বুশরা, সালমান ও বৈশাখী অটো রাইচ মিলসের ৬৬ টন চাল ঢাকার বিভিন্ন কোম্পানীতে চারটি ট্রাকযোগে পাঠানো হয়। কিš‘ ওইসব চাল কোম্পানীগুলোতে না পৌঁছলে তিন রাইচ মিলের পক্ষ থেকে থানায় পৃথক তিনটি মামলা করা হয়। পুলিশ শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড় এলাকায় চাল ব্যবসায়ী ফরিদ দেওয়ানের মেসার্স দেওয়ান ট্রেডার্সের গোডাউনে এবং দুপচাঁচিয়ার করিম ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান চাল ও ২টি ট্রাক উদ্ধারসহ ৬জনকে গ্রেপ্তার করেন। সেই উদ্ধাররের সূত্র ধরে রবিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরের একটি সরকারি গোডাউন থেকে চুরি যাওয়া চাল উদ্ধার করতে নওগাঁর ফরিদ দেওয়ানের সেই মেসার্স দেওয়ান ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আরো ৩০৭ বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে সেখান থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি।

মিলের দায়িত্বরত ফরিদ দেওয়ানের ভাগিনা রসি জানান, তাদের মিল থেকে উদ্ধার হওয়া ওইসব চালগুলো আনিস নামের ওই ব্যক্তির কাছে থেকে মিল মালিকের ছেলে মাসুদ দেওয়ান কিনেছিলেন। ফরিদ দেওয়ান বিদেশ থাকায় তারা অনেক ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে দাবী করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, মিল মালিকদের পৃথক তিনটি মামলায় আনিছুর  রহমানকে আসামী করা হয়েছে। তাকে গ্রেপ্তারে এবং চুরি যাওয়া ২টি ট্রাক উদ্ধার করতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রয়েছে।


এই বিভাগের আরোও খবর

Logo