ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত — স্মরণে অশ্রুসজল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৩৩ আপডেট: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৩৩ পিএম
ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত — স্মরণে অশ্রুসজল নেতাকর্মীরা

রাজশাহী-০১(তানোর-গোদাগাড়ি) আসনের কৃতি সন্তান, উত্তরবঙ্গের উন্নয়নের রূপকার, তিন বারের সফল মন্ত্রী, চার বারের নির্বাচিত সংসদ সদস্য, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক স্যারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিএনপির সমন্বয়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি
চেয়ারপারসনের সাবেক সামরিক সচিব ও বর্তমান উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এবং বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা ব্যারিস্টার আমিনুল হকের রাজনৈতিক দূরদর্শিতা, উন্নয়ন কর্মকাণ্ড ও ত্যাগ-তিতিক্ষার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, “ব্যারিস্টার আমিনুল হক ছিলেন উত্তরবঙ্গের উন্নয়নের প্রকৃত স্থপতি। তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকা ছাড়াও পুরো রাজশাহী বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo