নোয়াখালীর সুবর্ণচরে আন নূর কমপ্লেক্সের উদ্যোগে 'কুরআন ও সিরাত পাঠ প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল সম্পন্ন

তানভীরুল ইসলাম প্রকাশিত: ৭ এপ্রিল , ২০২৪ ০৮:৩৪ আপডেট: ৭ এপ্রিল , ২০২৪ ০৮:৩৪ এএম
নোয়াখালীর সুবর্ণচরে আন নূর কমপ্লেক্সের উদ্যোগে 'কুরআন ও সিরাত পাঠ প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল সম্পন্ন
আজ শনিবার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মরহুম মাওলানা নুরুল্লাহ সাহেবের বাড়ি সংলগ্ন আন নূর কমপ্লেক্স (মসজিদ ও মক্তব) এর উদ্যোগে মহিমান্বিত মাহে রমজানে শিক্ষার্থীদের নিয়ে 'কুরআন ও সিরাত পাঠ প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সুবর্ণচরের প্রায় দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণ করেছে।

আজ শনিবার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মরহুম মাওলানা নুরুল্লাহ সাহেবের বাড়ি সংলগ্ন আন নূর কমপ্লেক্স (মসজিদ ও মক্তব) এর উদ্যোগে মহিমান্বিত মাহে রমজানে শিক্ষার্থীদের নিয়ে 'কুরআন ও সিরাত পাঠ প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সুবর্ণচরের প্রায় দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণ করেছে।

ইসলামী ব্যাংকের কর্মকর্তা জনাব শরীফুল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  মাস্টার মহিব উল্লাহ সাহেব।উক্ত পোগ্রামে ৬-২০ বৎসর বয়সীদের চারটি গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং ষাটজন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন,  দুলাল মিয়ার হাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা হোসাইন আহমেদ, উক্ত মাদ্রাসা প্রাক্তন সুপার মাওলানা সায়েদুল হক, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মাওলানা জামাল উদ্দিন, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার জিল্লুর রহমান, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রহমান জাফর, রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক বেলাল উদ্দিন, মাওলানা হাফিজ উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী তারেক মুহাম্মদ শরীয়ত উল্লাহ, সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ, ঢাকা স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহসহ মরহুম মাওলানা নুরুল্লাহ সাহেবের অন্যান্য ছেলে ও নাতিরা।

এইছাড়াও অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেছেন লন্ডন প্রবাসী  আলহাজ্ব মাওলানা মুবারক উল্লাহ ফারুক  এবং সুইজারল্যান্ড প্রবাসী থেকে  মাওলানা বেলায়েত উল্লাহ সাহেব। দিনব্যাপী জমজমাট অনুষ্ঠান শেষে ইফতার গ্রহণ করেছে আমন্ত্রিত অতিথি ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং অতিথিরা এমন অনুষ্ঠানের ধারাবাহিক সফলতা কামনা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo