বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া আমিন নগর এলাকায় পারিবারিক গোরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এসময় বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফুয়াদ, আশুলিয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সিপেক্টর মো. মনিরুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিম উদ্দীন সহ শহীদ সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, শহীদ সুমন ঢাকার ইপিজেড এ কাজ করতেন। আন্দোলনে গিয়ে গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে ঢাকার আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এদিকে ঘটনার পর ৭ আগস্ট শহীদ সুমনের মা কাজলী বেগম বাদি হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাত নামার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ডিসেম্বরে প্রসেস শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন জানান মামলার সুষ্ঠ তদন্তের সার্থে আদালতের নির্দেশে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে অদ্য সুমনের লাশ উত্তোলন করা হয় এবং সুরতহাল প্রস্তুত করে পঞ্চগড় সদর হাসপাতালে মৃত্যুর প্রকৃতি কারন জানার জন্য প্রেরণ করা হয়।