জমি সংক্রান্ত বিবাদে সন্ত্রাসী হামলায় প্রতিপক্ষের ৪ জন গুরুতর আহত

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ২৩ নভেম্বর , ২০২৩ ১০:২৬ আপডেট: ২৩ নভেম্বর , ২০২৩ ১০:২৬ এএম
জমি সংক্রান্ত বিবাদে সন্ত্রাসী হামলায় প্রতিপক্ষের ৪ জন গুরুতর আহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চকপাইকপাড়া গ্রামের মুন্সিপাড়ায় দুপক্ষের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চকপাইকপাড়া গ্রামের মুন্সিপাড়ায় দুপক্ষের মধ্যে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। কোদালের আঘাতে গুরুতর আহত মোজাহারুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার স্বজনেরা। 

গত ২২ নভেম্বর'২৩ বিকেল একই এলাকার বাসিন্দা সামসুল হকের পুত্র হেলাল উদ্দিন মুকুল মাষ্টার, জহুরুলের ছেলে আনোয়ার, আবুল কালামের ছেলে আবু বক্করের নেতৃত্বে ওয়ারেসুল, রশিদ, ইকবাল, মাহমুদ, সামসুল হক, লতিফ, আবু তালেব, জহুরুল, আবু কালাম, সোলেমান, রুমি, শামিমা, শিল্পী আকতার, লুৎফা, মাহমুদা, রেশমি ও মনোয়ারা সহ ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে জমির মালিক মৃত হাফিজ উদ্দিনের পুত্র মোজাহারুল ইসলাম, মৃত তোফার উদ্দিনের ছেলে আনিছুর রহমান, মৃত জরিমদ্দিনের পুত্র হামিদুল হক ও এন্তাজুলের পুত্র শরিফুল ইসলাম কে বেদম মারপিট করে। প্রাননাশের হুমকি দেয়।

তারা সকলে রক্তাক্ত জখম হলে স্বজনেরা উপজেলা হাসপাতালে এনে চিকিৎসার জন্য ভর্তি করে। উভয় পক্ষের মধ্যে ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছে।প্রকাশ্য দিবালোকে ভুমি জবর দখলের চেষ্টায় লিপ্ত গ্যাং লিডার হেলাল উদ্দিন মুকুল মাষ্টারের পক্ষে তার লোক থানায় এসে আগেই অভিযোগ করার চেষ্টা চলা কালিন ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় এসে এজাহার দাখিল করেছে মর্মে জানা গেছে।

রাত গভীর হওয়ায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। একখন্ড জমি নিয়ে উভয় পক্ষে বিবাদ চলে আসছে মর্মে সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা। দাপ্তরিক কাজে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ব্যস্ত থাকা তাকে তার কার্যালয়ে পাওয়া যায়নি।

এই বিভাগের আরোও খবর

Logo