অদ্য ইং ১৮/০৩/২০২৫ খ্রিঃ রাত্রী ০৩:১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা ঝালকাঠির একটি চৌকস টিম মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ঝালকাঠি পৌরসভাধীন নথুল্লাবাদ ইউনিয়নের ৯৫ নং হরিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন) এর পূর্ব পাশে ইট সোলিং রাস্তার উপর থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আসামী মোঃ মেহেদী হাসান কালু ওরফে টিএনটি কালু (৪৪), পিতা-মৃতঃ ইয়াছিন মিয়া, মাতা-মৃতঃ জাহানারা বেগম, সাং-(জনৈক জসিম এর বাসার ভাড়াটিয়া, রসুলপুর কলোনী, ০৯ নং ওয়ার্ড (ভাসমান), থানা-বরিশাল সদর (কোতয়ালী), জেলা-বরিশালকে গ্রেফতার করা হয়।