শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বারইখালী এলাকায় মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মহিলাদলের সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী। বক্তারা পরবর্তী ১ সপ্তাহের মধ্যে আছিয়াকে ধর্ষণ ও হত্যার সাথে জাড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। একই সাথে তারা সারা দেশে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার প্রধানের প্রতি দাবি জানান।