চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে প্রস্তাবিত ৬০ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ১১০ টাকার বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুুপুরে পৌর মিলনায়তনে পৌরসভায় এই বাজেট পেশ করেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
পৌর প্রশাসক সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন,ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, পৌর কার্য-সহকারী আসাদুজ্জামান জুয়েল, মাহমুদুল হাসান, শিরিন সুলতানা,
বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন প্রকল্প সহায়তা থেকে পৌর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রসস্থকরণ, পাবলিক টয়লেট, মহা সড়কে আলোর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ, হাটবাজার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের প্রস্তাব করা হয়েছে।