ঈদুল ফিতরে দক্ষিন পশ্চিম অঞ্চলের মানুষ সড়ক পথে বাড়ি ফেরতে পারবে

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২ এপ্রিল , ২০২৪ ০৬:৪৯ আপডেট: ২ এপ্রিল , ২০২৪ ০৬:৪৯ এএম
ঈদুল ফিতরে দক্ষিন পশ্চিম অঞ্চলের মানুষ সড়ক পথে বাড়ি ফেরতে পারবে
দুর্ভোগ পোহাতে হবে না। তার আগেই সড়ক গুলোর প্রশস্তকরণ ও মেরামত কাজ সম্পন্ন করেছে সড়ক ও জনপথ বিভাগ। যাতে যশোরের বাইরের এলাকার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ করতে পারে বলে জানালেন যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া।

দুর্ভোগ পোহাতে হবে না। তার আগেই সড়ক গুলোর প্রশস্তকরণ ও মেরামত কাজ সম্পন্ন করেছে সড়ক ও জনপথ বিভাগ। যাতে যশোরের বাইরের এলাকার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ করতে পারে বলে জানালেন যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া।

যশোর সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ঈদুল ফিকরবে সামনে রেখে দক্ষিন পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে। যাতে করে ঈদে বাড়ি ফেরা মানুষের চলাচলে দুর্ভোগ লাঘব হয়। এর মধ্যে  পদ্মা সেতু –,ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর রোডের প্রশস্তকরণ ও মেরামত সম্পন্ন হয়েছে। মাগুরা-যশোর, যশোর-খুলনা রোড মেরামত কাজ সম্পন্ন। যশোর- ঝিনাইদহ সড়কে উইকেয়ার প্রকল্পের কাজ চলমান রয়েছে, তারপর এ রাস্তাটি চলাচলের উপযোগী। যশোর- বেনাপোল রোড ভালো আছে, প্রয়োজনীয় মেরামত কাজ চলমান রয়েছে। তারপরও চলাচলে কোন দুর্ভোগ হবে না। মনিহার-মুড়লী রাস্তার সার্ভিস রোডসহ রাস্তার সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে।

যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান ঈদের মানুষের মানুষ নিবিঘেœ বাড়ি ফেরা নিশ্চিত করতে সড়কগুলো চলাচলের অনুপযোগি করে তোলা হয়েছে। বিশেষ করে যশোরের মনিহার মুড়লী রাস্কাটি ফোর লেন করা বিশেষভাবে উন্নত করা হয়েছে। এই রোড দিয়ে মানুষ যশোর থেকে খুলনা, সাতক্ষীরা নড়াইল যেতে পারবে। একসময় এই রোডের যানজটের মধ্যে পড়ে মানুষের নাজেহাল হতে হতো। সেই সাথে সময় নষ্ট হতো।

এই বিভাগের আরোও খবর

Logo