অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চট্টগ্রামের লোহাগাড়ার স্বনামধন্য সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।১৪ ডিসেম্বর (শনিবার) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নস্থ সংগঠনটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মোট ১২টি পরিবারকে সহায়তা প্রধান করা হয়। তার মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয় ৪টি অস্বচ্ছল অসহায় মহিলাকে। অর্থের অভাবে গরীব পরিবারের মেয়ের বিয়ে, অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত মানুষসহ বাসস্থান সংস্কারের জন্য আরও ৮ পরিবারের মাঝে ৩৫ হাজার নগদ অর্থ সহায়তা প্রদান করেন এ মানবিক ফাউন্ডেশন।সংগঠনটির কলাউজান ইউনিয়ন প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পদুয়া আইনুল উলুম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা গোলার রসুল কমরী। অন্যান্য অতিথির মধ্যে আরও বক্তব্য রাখেন, মোঃ জাফর আলম চোধুরী, মোহাম্মদ এরশাদ হোছাইন, মোক্তার আহমদ, মিজানুর রহমান নিশান, মোহাম্মদ মঈনু উদ্দিন, সোলতান আহমদ, নজির আহমদ, মুহাম্মদ শাহাজাহান, মামুনুর রশীদ, মোহাম্মদ বেলাল হোছাইন, শাহ্ আলম, মোর্শেদুল আলম জীবন, আকতার ফারুক, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইউনুছ প্রমুখ।এসময় প্রোগ্রাম বাস্তবায়নে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফৌজুল আজিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সহ সভাপতি মোরশেদুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল কবির, প্রচার সম্পাদক শওকত হোসেন, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শাহাবুদ্দিন, চরম্বা ইউনিয়ন প্রতিনিধি সিরাজ উদ্দিন প্রমুখ।প্রধান বক্তা মাওলানা গোলার রসুল কমরীর মোনাজাতের মাধ্যমে সংগঠনটির উত্তোরত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।