আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ মে , ২০২৫ ১৭:১৩ আপডেট: ৬ মে , ২০২৫ ১৭:১৩ পিএম
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকৌশলীদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষ্যে ২ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৬মে,২০২৫ মঙ্গলবার ৬ষ্ঠ তলার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সকাল ১০ টা ৩০ মিনিটে রক্তদান কর্মসূচী এবং  ১১ ঘটিকায় সংবাদ সম্মেলন শুরু হয়।  

  

দুই দিনব্যাপি অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত  এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বর্তমান কার্যকরী পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। তিনি বলেন  বিগত ১৭ বছর প্রকৌশলীরা একটি কতৃত্ববাদী সরকারের অধীনে  কাজ করতে গিয়ে চরমভাবে নিষ্পেষিত হয়েছে। রাষ্ট্রশক্তি  ও পেশাশক্তি একাকার হয়ে একটি পেশাজীবী প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির যাঁতাকলে পিষ্ঠ করেছে। ফ্যাসিস্ট  সরকারের পতনের পর এখন একটি মুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।  

   

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান, প্রকৌশলী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এবং প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন  কর্মকর্তাবৃন্দ। পরে দায়িত্বরত প্রকৌশলীরা  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

এই বিভাগের আরোও খবর

Logo