বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লালমোহন মিডিয়া ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদ আলম প্রকাশিত: ৪ মে , ২০২৫ ১১:২৫ আপডেট: ৪ মে , ২০২৫ ১১:২৫ এএম
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লালমোহন মিডিয়া ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে ভোলার লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে ভোলার লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ নিশ্চিত না হলে সমাজে সঠিক তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক শাহাবুদ্দিন রিপন সান। সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি প্রভাষক মোসলেহ উদ্দিন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মিজান হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির। এছাড়াও ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা যেন ভয় বা চাপমুক্তভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সমাজের সকল শ্রেণির মানুষের সচেতন হওয়া প্রয়োজন। 


এই বিভাগের আরোও খবর

Logo