জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলী ওরফে আব্দুল গুরুকে(৭০) আজ ১২ মে গ্রেফতার করেছে জেলা ডিবি-১।
ডিবি সূত্রে জানা যায় আব্দুল আলী দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদদের ভিত্তিতে বকশিগঞ্জ উপজেলা থেকে তাকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। জামালপুরের বকশিগঞ্জ উপজেলা মাদকের রোড হিসেবে ব্যবহার হয়ে আসছে।ভারতীয় বর্ডার সংলগ্ন হওয়ায় অনেকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।