সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা শারদীয় উৎসবে সরকারী বরাদ্দের পরিমাণ বৃদ্ধি, সবোর্চ্চ নিরাপত্তা জোরদারের দাবী জানান।
এতে বক্তব্যে রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ সভাপতি নিরুপম শর্মা, ঝিলংজা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহবায়ক তুষার কান্তি ধর, খুরুশকুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিবলু পাল, পিএমখালী ইউনিয়নের সভাপতি মাষ্টার আশীষ শর্মা, চৌফলদন্ডী ইউনিয়ন শাখার সভাপতি সুরেশ শর্মা, সাধারণ সম্পাদক টিটু কান্তি দে, খুরুশকুল ইউনিয়ন শাখার সহ সভাপতি জয়বর্ধন দে। এতে সদর উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ এবং সকল পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উল্লেখ্য-এবার সদর উপজেলার ৫ ইউনিয়নে ১৮টি প্রতিমা এবং ১৩টি ঘটসহ মোট ৩১টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।