নোয়াখালীর চাটখিলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ হানিফ প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২৩:০৮ আপডেট: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২৩:০৮ পিএম
নোয়াখালীর চাটখিলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চাটখিল -সোনাইমুড়ী সড়কের চাটখিল পৌর শহরের জাহাঙ্গীর টাওয়ারের সামনে আজ রোববার সকালে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত অপরজন গুরুতর আহত হয়।

চাটখিল -সোনাইমুড়ী  সড়কের চাটখিল পৌর শহরের জাহাঙ্গীর টাওয়ারের  সামনে আজ রোববার সকালে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত অপরজন গুরুতর আহত হয়। নিহত  মোটরসাইকেল আরোহী দক্ষিণ দশঘরিয়ার মোল্লা বাড়ির খোকনের ছেলে জিহারুল ইসলাম রাহুল (১৯) অপরজন হচ্ছে রুহুলের চাচাতো ভাই ইকবাল হোসেনের ছেলে মো: আকাশ (২৪)। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায়  নিয়ে আসে এবং একটি  ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও  জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক ট্রাক  চালক এবং হেলপাররা পালিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার হালিমা দীঘিরপাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে মোটরসাইলেটি ঘটনাস্থলে পৌঁছালে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সড়কের অপর পাশে আরেকটি পিক-আপ দাড়িয়ে থাকায় মোটরসাইকেলটি ট্রাক-পিকআপের মাঝখানে পড়ে যায়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo