বিরামপুরে সরকারি কাজে বাধা প্রদান ও কর্মকর্তাকে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ
বিরামপুরে সরকারি কাজে বাধা প্রদান ও কর্মকর্তাকে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) বিকেলে শহরের কলাবাগান মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাকিব দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গত ১৯ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের সময় একদল সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ রাকিবুল হাসান তাদের বাধা দিলে তিনি হামলার শিকার হন। হামলায় আহত অবস্থায় তিনি থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, সরকারি কাজে বাধা ও কর্মকর্তা হামলার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন রাকিবের গ্রেফতারের সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকারি কাজে বাধা ও কর্মকর্তা হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস দেখাতে পারবে না। ১৯ মার্চ (মঙ্গলবার), দুপুর ২টা দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান ৩ জন নামীয় এবং ৩-৪ জন অজ্ঞাতনামা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।