সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি কলেজ সংলগ্ন রোজ সোমবার, তারিখ ১১ মার্চ ২০২৫ইং জামেয়া মাদানিয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, সেনবাগ পৌরসভা বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তি নুর নবী বাচ্চু সাহেব। আরও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমদ ছিদ্দিক সাহেব। প্রধান বক্তা যুবায়ের আহমদ ছিদ্দিক সাহেব বলেন আল কোরআন ও হাদিসের আলোকে ইসলামি জীবন পরিচালনা করা।কোরআন রমজান মাসে নাযিল হয়েছে। রমজানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন। বেশি বেশি করে আল্লাহর জিকির করার জন্য বলেন।রমজানে আল্লাহর জিকির লা-ইলাহা ইল্লাল্লাহু। আস্তাফেরুল্লা পাঠ করা,জান্নাত কামনা করা,জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কোরআনের আলোকে আলোচনা করেন। মাদ্রাসার সহযোগিতার জন্যে সকলের সহযোগিতা ছেয়ে কাল্কেশন করেন।ইফতারে পূর্বে দোয়া করেন। সভাপতিত্ব করে মুফতি মাওলানা নুরুল ইসলাম মুহতামিম। তিনি মাদ্রাসার সার্বিক সহযোগিতা, ছাত্রদের পরীক্ষার ফলাফল, উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা করেন। তিনি ইফতারে পূর্বে সমাপ্তি ঘোষণা করেন।