ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পূর্ব লতিবপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের নীরিহ পুত্র মোঃ আবদুল মন্নাছ (৫৮) তার স্ত্রী লুফতা খাতুনকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা সহ বাড়ির সামনে লাগানো ৪টি ফলের গাছ কেটে নিয়েছে সন্ত্রাসীরা। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, একই গ্রামের আবুল হাসেমের পুত্র তমাল হোসেন, মৃত শুক্কুর আলীর পুত্র আবুল হাসেম, কামাল (২ ভাই) পিতামৃত সাহেদ আলী গং আবদুল মন্নাছের ক্রয়কৃত ৭.৫০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেবার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জায়গায় লাগানো ৪টি গাছ কেটে ফেলেছে এবং উক্ত স্থানে নতুন ঘর উঠাবে বলে বলাবলি করছে। এছাড়া বিবাদীরা আবদুল মন্নাছকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছে এবং মারধর করার হুমকী প্রদান করেছে। বিবাদীরা স্থানীয় কোন দেন দরবার মানতে রাজি না। এছাড়া উক্ত জায়গা নিয়ে আবদুল মন্নাছ বাদী হয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা নং ২৫৯/২০২৪ চালু রয়েছে। মামলা চলাকালীন সময়ে বিবাদপূর্ন জমিতে প্রবেশের কোন সুযোগ নাই। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ জানান, উক্ত বিষয়ে আবদুল মন্নাছ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিমকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আবদুল মন্নাছ সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে যেতে না পেরে বিভিন্ন স্থানে অবস্থান করে মানবেতর জীবন যাপন করেছে। বিষয়টির প্রতি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।