ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ পর্বে আওয়ামী লীগ নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা বেগম পিপি অতিথি হিসেবে আমন্ত্রণ জানান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিব বাহিনী রাজাপুর শাখার প্রধান মো. নূর হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আমির খসরু বাবুলকে। কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দলের কাউকে দাওয়াত দেওয়া হয়নি।এ দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে পুরস্কার বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠে।বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, একটি নিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার অনুচিত। অনেকে প্রশ্ন তুলছেন, আমন্ত্রিতদের পেছনে আদৌ কোনো গোপন উদ্দেশ্য আছে কি না। ভিডিওতে দেখা যায়, দুই আওয়ামী লীগ নেতার সঙ্গে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রধান শিক্ষক নিজেও, যা থেকে অনেকেই রাজনৈতিক আনুগত্যের বিষয়টি অনুমান করছেন।