অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কয়লার স্তূপ অব্যাহত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ২৭ জুলাই , ২০২৫ ১৯:২০ আপডেট: ২৭ জুলাই , ২০২৫ ১৯:২০ পিএম
অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কয়লার স্তূপ অব্যাহত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

যশোরের অভয়নগরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ও আবাসিক এলাকায় কয়লার স্তূপ (ড্যাম্প) করা অব্যাহত রয়েছে। স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসী ও দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। এতে করে ক্ষোভে ফুঁসে উঠেছে অভিভাবক ও সচেতন এলাকাবাসী। ইতিমধ্যে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণপিটিশন দাখিল করেছেন তারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুর এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে আব্দুর রহিম নামের এক ব্যক্তি তার জমি ভাড়া দেন ‘আই আর এস ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানকে। সেখানে দিনের পর দিন খোলা জায়গায় কয়লা ফেলে রাখা ও বিক্রি করা হচ্ছে। এর একেবারে পাশে রয়েছে দারুল কোরআন মাদ্রাসা, একটি মসজিদ এবং আবাসিক বসতবাড়ি। এতে কয়লার ধুলাবালিতে স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। অনেকে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছে। দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। সরকারি নীতিমালা অনুযায়ী, কয়লার ড্যাম্পিংয়ের জন্য প্রাচীরঘেরা ও ছাউনিযুক্ত জায়গা বাধ্যতামূলক। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার নিকটে এমন কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এসব নিয়ম না মেনেই কয়লা রাখার কার্যক্রম চালানো হচ্ছে।  
এ পরিস্থিতিতে, অভিভাবক ও এলাকাবাসী কয়লার স্তূপ অপসরণের দাবিতে গত বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণপিটিশন দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল জমির মালিক আব্দুর রহিমকে কয়লার ড্যাম্পিং বন্ধের নির্দেশ দেন। কিন্তু প্রশাসনিক নির্দেশনা অমান্য করে পরদিন থেকেই কয়লার স্তূপ আরও পাহাড় সমান বড় করা হয়। সেখানে একটি সাইনবোর্ডও স্থাপন করা হয়। এতে হতবাক হয়ে পড়ে সচেতন এলাকাবাসী। তাদের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে গায়ের জোরে এই কাজ করছেন জমির মালিক।
উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এভাবে কয়লার ডাম্পিং করার ফলে কার্বনের ধুলাবালি শ্রেণিকক্ষে ঢুকে পড়ছে। শিশু শিক্ষার্থীরা এতে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা দ্রুত এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি চাই।
কয়লার স্তূপ করা জমির মালিক আব্দুর রহিম বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার যে শর্ত দিয়েছেন, তা কয়লা ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ওই জমির মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

এই বিভাগের আরোও খবর

Logo