চট্টগ্রামস্থ বালুচরা মুহাম্মদীয়া আজিজিয়া এশা-আতুল উলুম হিফজ ও এতিমখানা মাদ্রাসার বার্ষিক সভা,পুরস্কার বিতরণী ও দস্তারবন্দী অনুষ্ঠান মাওলানা জাহিদুল ইসলাম আনসারীর সভাপতিত্বে সম্পন্ন। বাদে জুমা হইতে আরম্ভ হওয়া উক্ত মাহফিলে তকরির করেন মাওলানা আবদুর রহিম ইসলামাাবাদী, মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী, ক্বারী রফিকুল ইসলাম, মাওলানা হোসাইন আহম্মদ প্রমুখ। ২য় অধিবেশনের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও হাফেজদের দস্তারবন্দী কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করা হয়। তকরির শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।