শিয়াল তাড়ানোর জন্য তৈরি করা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জালাল উদ্দিন খান (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের বড় ভেল্লাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন খান ওই গ্রামের মৃত রহিম খানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ও মৎস্যজীবী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ছোরহাব মন্ডল শিয়াল তাড়ানোর উদ্দেশ্যে তার মুরগির ঘরের চারপাশে বিদ্যুতের তার দিয়ে একটি ফাঁদ তৈরি করেছিলেন। তবে এতে কোনো সতর্কতামূলক ব্যবস্থা ছিল না এবং এটি সবসময় চালু রাখা হতো। সোমবার ভোরে জালাল উদ্দিন মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ির মুরগির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। অসাবধানতাবশত তার শরীর ওই বিদ্যুতায়িত জিআই তারের সংস্পর্শে আসে। এতে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান এবং পরে তার মৃত্যু হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের ঝুঁকিপূর্ণ ফাঁদ তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।