নীলফামারীর জলঢাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে অবৈধ ইটভাটা।
নীলফামারীর জলঢাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে অবৈধ ইটভাটা।
আর সেই ইটভাটার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো জলঢাকা উপজেলা প্রশাসন। ৯ মার্চ দুপুর বেলা জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা এলাকার মেসার্স এ,কে ব্রিকস ভাটাটি ঘুরিয়ে দিল জলঢাকা উপজেলা প্রশাসন। এ ছাড়াও অন্যান্য ইটভাটা গুলোর কাগজপত্র যাচাই করা হয়।
এছাড়াও আরো ও অন্যান্য যে ইটভাটা গুলো রয়েছে পর্যায়ক্রমে সে গুলোতো অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো : সাজ্জাদ হোসেন ও পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের একটি টিম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন সংবাদ কর্মীদের জানান জলঢাকা উপজেলায় মোট ৩ টি অবৈধ ইটভাটা ভাটা রয়েছে,২টি ইটভাটার রিট হাইকোর্টে চলমান আর মেসার্স এ,কে ব্রিকসটির কাগজ পাতি না থাকায়
ব্রিকসটি সম্পূর্ণরূপে বন্ধ করা হলো। এবং পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।