মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা।

হামিমুর রহমান চৌধুরী প্রকাশিত: ৪ মার্চ , ২০২৫ ১২:৩০ আপডেট: ৪ মার্চ , ২০২৫ ১২:৩০ পিএম
মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা।
মোহনগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী রাধা চরণ সাহার ছেলে মোহনগঞ্জ মহিলা কলেজের প্রভাষক বিপ্লব কুমার রায় এর অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে।

মোহনগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী রাধা চরণ সাহার ছেলে মোহনগঞ্জ মহিলা কলেজের প্রভাষক বিপ্লব কুমার রায় এর অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি  এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামে ওই ইটভটায় অভিযান চালায়। উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন বিপ্লব রায়।
অভিযানে পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও থানার একদল পুলিশ সদস্য সঙ্গে ছিলেন। মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, সম্পূর্ণ অবৈধভাবে চলছিল ইটভাটাটি। অভিযানে ভাটার চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয় ও ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি ইটভাটার মালিককে বিপ্লব কুমার রায় কে এক লাখ টাকা জরিমানা

এই বিভাগের আরোও খবর

Logo