বানারীপাড়ায় একের পর সংঘটিত ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ দুর্ধর্ষ সদস্য মো: সেলিম(৫০),বাদশা সরদার(৫২) মো: ডালিম(৪৭)কে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।৫ মে দিবাগত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা'র ও ওসি তদন্ত শতদল মজুমদারের নেতৃত্বে র্যাব ৮ এর সহায়তায় বরিশালের গড়িয়ারপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্ততি বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ডাকাত সেলিমের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলির শিয়ালিয়া গ্রামে,বাদশা'র বাড়ি বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের বালিপাড়া ও ডাকাত মো: ডালিম'র বাড়ি বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার,গ্রামে।তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮/১০ টি করে ডাকাতি মামলা রয়েছে।
৬ মে সোমবার সকালে গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বরিশাল কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় জানান, গ্রেফতারকৃত ডাকাত দলের ৩ জনসহ ৭/৮ জনের একটি ডাকাতদল উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মিজানুর রহমান বাবুলের বাড়িতে
ডাকাতিতে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মোস্তফা জানান, গ্রেফতারকৃত ডাকাত'রা সম্প্রতি বানারীপাড়ার বাইশারীর ইউনিয়নের দক্ষিন বাইশারী গ্রামের মিজানুর রহমান বাবুল মিয়ার বাড়িতে ডাকাতি'তে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাতির সাথে জড়িতদের চিহ্নিত ও অধিকুতর তদন্তের জন্য বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত ৩ ডাকাত সদস্যের রিমান্ড চাওয়া হবে বলে ও তিনি জানান।
ছবির ক্যাপশন : বানারীপাড়া থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য।