মাদারীপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল টিলাঢালাভাব পালিত

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ১৯ ডিসেম্বর , ২০২৩ ১৭:৩২ আপডেট: ১৯ ডিসেম্বর , ২০২৩ ১৭:৩২ পিএম
মাদারীপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল টিলাঢালাভাব পালিত
মাদারীপুর হরতালের সময়ে সড়কে সবধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহরের সব দোনকাপাঠা খোলা ছিল। অফিস-আদালাতের কাজকর্ম অন্যান্য দিনের মতো চলছিল। শহরের অভ্যন্তরীণ বাসগুলোর চলাচল ছিল।

মাদারীপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল টিলাঢালাভাব পালিত

মাদারীপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল টিলাঢালাভাবে পালিত। এর আগে খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার দাবি এবং বিএনপির সহ সমমনা দলগুলোর নেতাকর্মীদেরর মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার (১৯ ডিসেম্বর) সারাদেশব্যাপি এই হরতালের ডাকা দেওয়া হয়।

মাদারীপুর হরতালের সময়ে সড়কে সবধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহরের সব দোনকাপাঠা খোলা ছিল। অফিস-আদালাতের কাজকর্ম অন্যান্য দিনের মতো চলছিল। শহরের অভ্যন্তরীণ বাসগুলোর চলাচল ছিল।

এসময়ে হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল- সভাসমাবেশ হতে দেখা যায়নি। এদিকে দূরপাল্লার কিছু পরিবহনের বাস চলাচল করেছে। মানুষের জীবন যাত্র্রা ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক।অটোরিক্সা চালক সোবহান বলেন, অন্যান্য দিনের মতো অটোতে যাত্রী নিয়ে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়েতের সময়ে কোন বাধার সম্মুখীন হয়নি।



এই বিভাগের আরোও খবর

Logo