পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় কাছিপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আঃ জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফোরকান আকন, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম লিটন মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম আলী স্বপন।আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন কর্মী অন্তর্ভুক্তির মাধ্যমে বিএনপির শক্তি বৃদ্ধি পাবে।