বলাৎকারের অভিযোগ অস্বীকার করে মাদরাসা সুপারের সংবাদ সম্মেলন

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪২ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪২ পিএম
বলাৎকারের অভিযোগ অস্বীকার করে মাদরাসা সুপারের সংবাদ সম্মেলন
নাটোরের লালপুরে ডাঙ্গাপাড়া কওমী মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আহমাদুল্লাহ আনসারী।

নাটোরের লালপুরে ডাঙ্গাপাড়া কওমী মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আহমাদুল্লাহ আনসারী। সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে নিজের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেওয়া শিশু শিক্ষার্থীর বলাৎকারের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবী করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমার মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখা গেছে। প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী সহ আমার সকল শিক্ষার্থীকে আমি সন্তানের মতো লালন পালন করি। কিন্তু ভিডিওতে বক্তব্য দেওয়া ওই শিশুটি পড়াশোনায় খুবই অমনোযোগী ছিলো। মাদরাসায় পড়াশোনা করতে না চাওয়ার পরেও তার পরিবার জোর পূর্বক মাদরাসায় পাঠানোর পরে সে না পড়ার জন্য তার পরিবারের কাছে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ বক্তব্য দেয় যেন তাকে আর জোর পূর্বক মাদরাসায় না পাঠায়। একটি মহল এই সুযোগ কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা শিশুটির কুরুচিপূর্ণ বক্তব্যটি মোবাইলে ধারণ করে আমার এবং প্রতিষ্ঠানের সুনাম খুন্ন করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমার সকল পরিচিত ও অপরিচিত শুভাকাঙ্খী সহ দেশবাসীকে এই বিভ্রান্তিকর অপপ্রচার বিশ্বাস না করার জন্য অনুরোধ করছি।

এই বিভাগের আরোও খবর

Logo