ফকির আহম্মদ ইভটিজিং করায় মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীর পড়ালেখা বন্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মে , ২০২৫ ১১:৫২ আপডেট: ১৮ মে , ২০২৫ ১১:৫২ এএম
ফকির আহম্মদ ইভটিজিং করায় মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীর পড়ালেখা বন্ধ

ইভটিজার ফকির আহাম্মদের উত্যক্তে সেনবাগে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর পড়ালেখা বন্ধ ও ইভটিজার কর্তৃক মেয়ে এবং মেয়ের বাবার প্রাণনাশের হুমকি। থানায় অভিযোগ দাখিল। 
‎‎বৃহস্পতিবার ( ১৫ মে )  নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর (রমজান দর্জি বাড়ী) এর মো: সবুজ (৪৫) এর মেয়ে  মারজাহান আক্তার (১৭) কে একই গ্রামের বখাটে, নারী উত্যক্তকারী, মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির লোক ফকির আহাম্মদ (২২) ইভটিজিং করিয়া আসিতেছে। 
‎‎ইভটিজার বখাটে ফকির আহাম্মদ (২২), পিতা-অজ্ঞাত ও তার মা গোলাপী বেগম (৬০), স্বামী- অজ্ঞাত, উভয় সাং-উত্তর মোহাম্মদপুর (মালেক বেপারী বাড়ী), ০৬ নং ওয়ার্ড, ০৭ নং মোহাম্মদপুর ইউপি, থানা- সেনবাগ,
‎জেলা- নোয়াখালী কে বিবাদী করে সেনবাগ থানায় অভিযোগ দাখিল করে। 
‎‎অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী মারজাহান আক্তার (১৭) এর বক্তব্য মতে, ১নং বিবাদী ফকির আহাম্মদ (২২) দীর্ঘদিন ধরে ভুক্তভোগী মারজাহান কে গত কয়েক বছর যাবত প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে রাস্তায় ও মাদ্রাসা আসা-যাওয়ার পথে ইভটিজিং করে। যার কারণে ভুক্তভোগী মারজাহান পড়াশোনা ছেড়ে দেয়। প্রকাশ,বখাটে ফকির আহাম্মদ এর বাড়িতে বাদীর বড় মেয়ে কে বিবাহ দেয়। এতে ভুক্তভোগী মারজাহান ঐ বাড়িতে বোনের নিকট যাওয়া আসা হয়।
‎‎এ নিয়ে এলাকায় একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে অবহিত করিলে ফকির আহাম্মদ সহ তার মাতাকে বার বার সতর্ক করিলেও কোন সুফল পাওয়া যায় নাই।
‎এতে ১৫ মে ২০২৫ ইং সন্ধ্যায় মারজাহান আক্তার (১৭) বাড়ীর পুকুরে জামা কাপড় ধোয়ার সময় বখাটে ফকির আহাম্মদ ক্ষিপ্ত হয়ে পুকুর ঘাটে গিয়ে  মারজাহান কে বলে বিবাহ না করিলে মুখে এসিড মেরে দিবে এবং মারজাহানের বাবাকে খুন
‎জখম সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করিয়া চলিয়া যায়। বাদীর ভাষ্যমতে,উক্ত ঘটনার কিছুক্ষণ পরে ০১ নং বিবাদী তাহাদের বাড়ীতে গিয়া আমার বড় মেয়ে রুমি আক্তার (২৫) কে অকথ্য ভাষায় গালমন্দ করা শুরু করে। আমার বড় মেয়ে রুমি
‎আক্তার (২৫) তাহাকে গালমন্দ করিতে নিষেধ করিলে ০১ নং বিবাদী আমার বড় মেয়েকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারে। আমার মেয়ের শোর চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে ০১ নং বিবাদী আমার মেয়েকে বিভিন্ন
‎হুমকি ধমকি দিয়া চলিয়া যায়। পরে উক্ত ঘটনার বিষয় আমাকে আমার মেয়েরা জানাইলে আমি আমার পরিবারের লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত পরামর্শ করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।
‎বাদী ও ভুক্তভোগী মারজাহান বলেন, আমরা বিবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশবাসী সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

এই বিভাগের আরোও খবর

Logo