ঝড়ো আবহাওয়ায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক

ফিরোজ আহম্মেদ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১২:৩৮ আপডেট: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১২:৩৮ পিএম
ঝড়ো আবহাওয়ায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক
এতে ঘাট এলাকায় প্রায় ১ কিলোমিটার যানবাহনের সিরিয়াল পরে যায়। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে হঠাৎই হালকা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হলে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়। ঝড়ের গতি বেড়ে গেলে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশের ব্যস্ততম নৌরুটের মধ্যে একটি রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট। গত কয়েকদিন দৌলতদিয়া ঘাট ফাঁকা থাকলেও শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ঝড়ো আবহাওয়ার কারনে ৫ ঘন্টা বন্ধ থাকার পর পূনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।

এতে ঘাট এলাকায় প্রায় ১ কিলোমিটার যানবাহনের সিরিয়াল পরে যায়। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে হঠাৎই হালকা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হলে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়। ঝড়ের গতি বেড়ে গেলে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখা হয়।

পরে শনিবার সকাল ৮ টার পর ঝড়ের গতি কমে আসলে সাড়ে ৮ টা থেকে ফেরী চলাচল শুরু হয়।শনিবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা যায়, ঝড়ের কারনে দৌলতদিয়া ঘাটের সচল থাকা ৩ টি ঘাটের মধ্যে ৩ ও ৪ নম্বর ঘাট ২টি ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায়। এতে ওই দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়। শুধুমাত্র ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

এর ফলে দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া বাস টার্মিনাল পর্যন্ত দূরপাল্লার যাত্রীবাহি বাস ও পণ্যবাহী  ট্রাকের সারি দেখা যায়।তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সারি কমে যায়।বিআইডাব্লিউটিসি সূত্র জানিয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল করছে ১২ টি। ফেরি বৃদ্ধি করার কারনে ঘাট এলাকায় বেশ কিছুদিন যানবাহনের কোন সিরিয়াল পরেনি। দুরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পেরেছে।

তবে আজ বৈরি আবহাওয়ার কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই সাথে ফেরি লোড আনলোডের রাস্তা কর্দমাক্ত হওয়ায় যানবাহন উঠা নামায় সময় বেশি লাগছে। যার ফলে স্বাভাবিকের তুলনায় যানবাহন পারাপারে সময় বেশি লাগছে। বৃষ্টি থেমে রোদ উঠলেই আবারো যানবাহন পারাপার স্বাভাবিক হবে এবং সিরিয়াল থাকবেনা বলে ধারনা করছেন তারা।

এ সময় কথা হয় যশোর থেকে লোহার কুচি বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ট্রাক চালক মো. আফজাল হোসেনের সাথে। তিনি সরাসরি ঘাট এলাকার বাস টার্মিনাল এসে সিরিয়ালে আটকা পরেন। তিনি বলেন, গত কয়েকদিন কোন সিরিয়াল পাইনি। তবে আজ হঠাৎই বৈরী আবহাওয়ার কারণে এখানে এসে সিরিয়ালে পরেছে। তবে ২-৩ ঘন্টার মধ্যেই ফেরি পাবেন বলে জানান তিনি।

ঘাট এলাকার লঞ্চ টার্নিং পার হয়ে জাকের পার্টির কার্যালয়ের সামনে সিরিয়ালে আটকে থাকা ঢাকাগামী জামান পরিবহনের এক যাত্রীর সাথে আলাপকালে তিনি বলেন, ঘাট এলাকায় আসার পরে ১ ঘন্টা পার হয়ে গেলেও ফেরি ঘাটে যেতে পারেনি। বৃষ্টির কারনে গাড়ি থেকে নামতেও পারছেন না।ফেরিতে উঠতে আরো কত দেরি হতে পারে তিনি যানেন না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন  বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এতে করে ফেরি চলাচলে বেগ পেতে হচ্ছে।তাই স্বাভাবিকের তুলনায় যানবাহন পারাপার কম হচ্ছে। তবে রোদের দেখা পেলে ঘাট এলাকায় পুনরায় যানবাহনের সিরিয়াল থাকবেনা বলে তিনি জানান। তিনি আরো বলেন, ৩ টি ঘাটে ৩ টি পন্টুন আছে এবং ৮ টি পকেট রয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১২ টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

এই বিভাগের আরোও খবর

Logo