আজ ০৬ এপ্রিল ২০২৪ তারিখ রাত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ০৬ এপ্রিল ২০২৪ তারিখ রাত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে চার জনকে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চালানোর জন্য মোট ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
উক্ত মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা !
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন,সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।