রাতের আধারে কলাপাড়ায় এক অসহায় পরিবারের জমিতে ঘর তুলে বেড়া দিয়ে কলাগাছ লাগিয়ে জমি দখল করার অভিযোগ উঠেছে। টিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাছেম আলী স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
রাতের আধারে কলাপাড়ায় এক অসহায় পরিবারের জমিতে ঘর তুলে বেড়া দিয়ে কলাগাছ লাগিয়ে জমি দখল করার অভিযোগ উঠেছে। টিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাছেম আলী স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এমনকি গভীর রাতে ড্রেজারের বালু দিয়ে ওই জমি ভরাট করা হয়েছে। বুধবার ২৭মার্চ বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৈহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের দুলাল চন্দ্র হালদার।
এসময়র দুলাল চন্দ্র হালদার লিখিত বক্তব্যে বলেন, ২নং টিয়াখালী ইউনিয়নের ১ নং নাচনাপাড়া ওয়ার্ড এর খেপুপাড়া মৌজার ৬নং জেল এল, এস এ খতিয়ানের দাগ নম্বও ৫৩৭এর ১৯৮৩ ও ৮৪ সালে এক একর ৩২ শতাংশ জমি হাল বিএস করিয়ে আমরা দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে পৈত্রিক সূত্রে ওই জমি শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছি। গত ১৮ মার্চ স্থানীয় ভূমি দস্যু রুহুল আমিন, ইব্রাহিম, রাসেল, আলামিনসহ তাদের সন্ত্রাসী বাহিনী রাতের আধারে সেই জমিতে ঘর তুলে কলাগাছ লাগিয়ে বেড়া দিয়ে দখল নেয়ার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে তার সন্ত্রাসীবাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হত্যা ও জখমের ভয় দেখায়। পরবর্তীতে কলাপাড়া থানা পুলিশের সহায়তায় তাদের কাজ বন্ধ করে দেয়া হয়। তারা সম্পূর্ন জাল-জালিয়াতি কাগজ পত্রের মাধ্যমে উক্ত জমি তাদের দখলে নেয়ার চেষ্টা করছে।
অভিযুক্ত রুরুহুল আমিন বলেন, তিনি ক্রয় সূত্রে এই জমির মালিক। প্রয়োজনীয় সকল কাগজপত্র তার আছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।