পাহাড়ি ঢলে কাঠের সেতু ভেঙে ২০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

Asad Zaman প্রকাশিত: ১৯ মে , ২০২৫ ১৫:০২ আপডেট: ১৯ মে , ২০২৫ ১৫:০২ পিএম
পাহাড়ি ঢলে কাঠের সেতু ভেঙে ২০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদীর ওপর নির্মিত লালকুড়া কাঠের সেতুটি ভেঙে গেছে। এতে উপজেলার যাদুরচর ইউনিয়নের ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় হাট-বাজার ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

আজ রোববার(১৮ মে) দুপুরে যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. সরবেশ আলী জিঞ্জিরাম নদীতে লালকুড়া কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপরের কাঠের সেতুটি ভারতীয় পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেঙে যায়। এতে ওই ইউনিয়নের প্রায় ১১টি গ্রামের ২০ হাজার মানুষ যাদুরচর ইউনিয়ন ও রৌমারী উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বরাদ্দ থেকে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে ওই সেতু তৈরি করা হয়েছিল। ওই সেতুর ওপর দিয়ে ইউনিয়নের ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করতেন। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

স্থানীয় বাসিন্দা করিম মোল্লা জানান, ‘বিগত সরকারের সময়ে লালকুড়া কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছিল। জিঞ্জিরাম নদীতে সারাবছর উজানের পাহাড়ি ঢলের স্রোত থাকে। এতে সেতুর খুটির নিচের অংশের মাটি সরে গেছিলো এবং কোন কোন খুটি পচে নষ্ট হয়ে গেছিলো। এবছর চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় ভোগান্তি হচ্ছে।’

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, গতকাল শনিবার বিকেলে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়েছে। সেতুটি দ্রুত মেরামত করে যাতায়াতের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।

তিনি আরও বলেন, কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতের ফলে উজানের পাহাড়ী ঢলের পানি নামতেছে। তাই এ সময় জিঞ্জিরাম নদীতে একটু স্রোত বেশি রয়েছে। পাহাড়ী ঢলের পানি নেমে নদীতে স্রোত কমে গেলে তবেই কাঠের সেতুটি মেরামত করা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, উজানের পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ওপর নির্মিত কাঠের সেতুটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেতুটি দ্রুত মেরামতের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানকে বলা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo