রাণীশংকৈলে এলজিইডি নারী কর্মীদের সঞ্চয়ের চেক বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন প্রকাশিত: ১৫ জুলাই , ২০২৪ ১৭:৩৫ আপডেট: ১৫ জুলাই , ২০২৪ ১৭:৩৫ পিএম
রাণীশংকৈলে এলজিইডি নারী কর্মীদের সঞ্চয়ের চেক বিতরণ
১৪ জুলাই রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হিসাব সম্পকিত কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন আহমেদ ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ৮০ জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।

১৪ জুলাই রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হিসাব সম্পকিত কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন আহমেদ ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, ওসি জয়ন্ত সাহা, জাপা যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, আবু কালাম, আবুল হোসেন, জীতেন্দনাথ বর্ম্মন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।


এই বিভাগের আরোও খবর

Logo