বদলগাছীতে ইউপি প্রশাসক নিয়োগে অসন্তোষ, ডিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা

Md.Feroz Ahmed প্রকাশিত: ২২ জুলাই , ২০২৫ ১৫:১১ আপডেট: ২২ জুলাই , ২০২৫ ১৫:১১ পিএম
বদলগাছীতে ইউপি প্রশাসক নিয়োগে অসন্তোষ, ডিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা
ডিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা

নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগ করছেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কোনো প্রকার অবহিত না করেই জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল প্রশাসক নিয়োগ দিয়েছেন।
২০২৫ সালের ১৭ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্মারক নং ০৫.৪৩.৬৪০০.১০৯.০১.০২৩.২৪-৪২৭ অনুযায়ী বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদকে সদর ইউপির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “আমি নিয়মিত দায়িত্ব পালন করছিলাম। অথচ কাউকে কিছু না জানিয়ে বাইরের একজন কর্মকর্তাকে বসানো হয়েছে, যা আমাদের মর্যাদার পরিপন্থী।”
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনিসুর রহমান ও সংরক্ষিত আসনের সদস্য শাহানাজ বেগমও এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, এটি স্থানীয় সরকার ব্যবস্থার ওপর সরাসরি আঘাত।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, “এই নিয়োগ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক করেছেন।”
জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেন, “ইউএনওর সুপারিশে নিয়োগ দেওয়া হয়েছে, জনপ্রতিনিধিদের জানানো হয়েছে কি না—এটা আমাদের বিষয় নয়।”
উল্লেখ্য, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সম্প্রতি একটি মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এই প্রেক্ষাপটে প্যানেল চেয়ারম্যানকে পাশ কাটিয়ে প্রশাসক নিয়োগে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক তৈরি হয়েছে। জনপ্রতিনিধিরা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরোও খবর

Logo