রিক্সাচলক আলআমিন গুম হওয়া মামলার প্রধান আসামী সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ের আদালতে হাজির করা হয়েছে।আজ রোববার(১ডিসেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় সিনিয়র চিপ জুডিশিয়াল মেজিট্রেট আশরাফুজ্জামান এর কোর্টে তাকে হাজির করা হয়।সৈরাচারী সরকার পতনের আন্দোলন চলাকালীন সময় ৫ আগষ্ট পঞ্চগড়ের রিক্সাচালক আলআমিন গুম হওয়ার ঘটনায় গত ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় তৎকালীন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা সহ মোট ১৯ জনের নাম উল্ল্যেখ সহ ১৫০ জন অজ্ঞাত নামার বিরুদ্ধে মামলা করেন আলআমিনের বাবা মোঃ মনু।এই মামলার প্রধান আসামি হিসেবে শ্যোন এ্যারেস্ট দেখিয়ে আজ তাকে আদালতে হাজির করা হলো।এসময় আসামী পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরন করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আদম সূফি জানিয়েছেন, এ মামলায় তার বিরুদ্ধে পরবর্তীতে রিমান্ডের আবেদন করবেন তারা।অপরদিকে আসামী পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার সাংবাদিকদের জানান, রাজনৈতিক কারনে সাবেক রেলমন্ত্রীকে জড়িয়ে হয়রানিমূলক এ মামলাটি করা হয়েছে। তারা আইনিভাবে এর মোকাবেলা করবেন।